ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শপথ নেওয়া হলো না মোস্তাফিজুর রহমানের

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
শপথ নেওয়া হলো না মোস্তাফিজুর রহমানের

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বাবুর (৫৫) শপথ গ্রহণ করা হলো না।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার ওসমানী মিলনায়তনে সারা দেশের জেলা পরিষদে নির্বাচিত সদস্যেদের সঙ্গে তারও শপথ নেওয়ার কথা ছিল।

কিন্তু এর আগেই মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মোস্তাফিজুর রহমান চৌধুরী ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সোনারায় ইউনিয়ন পরিষদে (ইউপি) তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বাংলানিউজকে জানান, গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।