ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী প্রচারণায় র‌্যালি-মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
মাদকবিরোধী প্রচারণায় র‌্যালি-মানববন্ধন খিলগাঁওয়ে মাদকবিরোধী প্রচারণায় র‌্যালি ও মানববন্ধন

ঢাকা: ‘মাদককে না বলুন’ স্লোগানে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কয়েকটি মাদক নিরাময় প্রতিষ্ঠান।

মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি-২০১৭ উপলক্ষে এসব কর্মসূচি আয়োজিত হয়।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে র‌্যালিটি খিলগাঁও রেলগেট থেকে শুরু করে খিলগাঁও তালতলা গিয়ে শেষ হয়।

এতে প্রায় সাড়ে ৪শ’ লোক অংশ নেন।

মাদকবিরোধী এ প্রচারণার আয়োজক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হলেও এর প্রচারে ছিল প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, নীড় মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র এবং জয় অব লাইফ।

এ সময় প্রশান্তি মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বলেন, মাদক আমাদের সমাজে ভয়াল র‍ূপ ধারণ করেছে। বর্তমানে যারা মাদকাসক্ত তাদের বেশিরভাগই কিশোর-কিশোরী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদককে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মফিজুল ইসলাম বলেন, প্রতি বছর জানুয়ারি মাসব্যাপী আমাদের মাদকবিরোধী প্রচারণা চলে। শুধু আমরাই নই, আমাদের সঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও প্রচারণায় এগিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজেডএস/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।