![]() লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন |
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শওকত আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি