ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চারঘাটে ট্রাক ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
চারঘাটে ট্রাক ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা থেকে পাঁচশ’ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ফেনসিডিল বহনকারী একটি ট্রাকও আটক করা হয়েছে এসময়। 

বুধবার (১১ জানুয়ারি) ভোরে তাদের আটক করে পুলিশ। বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের কারাগারে পাঠোনো হয়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এই তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

আটক দু’জন হলেন- মহানগরীর শ্যামপুর এলাকার আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও বাঘার জোতকাদিরপুর গ্রামের মুনছুর আলীর ছেলে জিয়াউর রহমান (২৬)।  

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট-বাঘার রাওথা সড়কে অভিযান চালানো হয়। এ সময় বাঘার মনিগ্রাম থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৫৩৪১) তল্লাশী করে পাঁচশ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এই ঘটনায় পরে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  

মামলার পর বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।