ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিসি নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলন-এমকে আনোয়ার

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, জুন ১৬, ২০১০

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে ।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসকাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘সংবাদপত্রের কালো দিবস: আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।



এম কে আনোয়ার বলেন, ‘আগামীকাল সিসিসি নির্বাচনে অনূষ্ঠিত হবে। ভোলা নির্বাচনের মতো এখানেও কারচুপি হবে বলে আমরা আশঙ্কা করছি। এ নির্বাচনে কারচুপি হলে চট্টগ্রাম থেকেই শুরু হবে সরকার পতনের আন্দোলন। ’

সিসিসি নির্বাচনে অনেক সরকারি কর্মকর্তা মহিউদ্দিনের পক্ষে কাজ করছেন এমন অভিযোগ তুলে বিএনপি’র এই নেতা বলেন, ‘লোক দেখানোর জন্য কেবল তিন জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। ’

তিনি বলেন, আমরা গতকালও প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি যে আপনারা ঢাকায় বসে না থেকে চট্টগ্রাম গিয়ে নির্বাচন পর্যবেক্ষন করুন। কিন্তু সিইসি’র কাছ থেকে কোনো সাড়া পাইনি।

অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে এদেশে ছদ্মবেশে বাকশাল এসেছে। ’

তিনি বলেন, ‘দেশে এই প্রথম অলিখিতভাবে মিডিয়ার উপর সেন্সরশিপ আরোপ করা হয়েছে। গণতন্ত্র মানেই গনমাধ্যমের স্বাধীনতা। এই গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ করে গণতন্ত্রকেই নস্যাৎ করছে সরকার। ’

লেবার পার্টির সভাপতি শামসুল হুদা মামুনের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রেসকাবের সভাপতি শওকত মাহমুদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) মহাসচিব শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আবু নাসের মোঃ রহমতুল্লাহ প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন লেবার পার্টির মহাসচিব ডা. গোলাম মোস্তফা কিরণ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ১৬, ২০১০
এজেড/এইচজেএস/এমএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad