ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিসিসি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বয় সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১০

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ড. কামাল আহমেদ সিদ্দিকী এই সেলের তত্ত্বাবধায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।



আজ বুধবার সকালে মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ কথা জানানো হয়।  

পরিপত্রে আরো বলা হয় মন্ত্রণালয়ের ৩১৮নং কক্ষে আজ দুপুর ২টা থেকে ১৮জুন দুপুর ২টা পর্যন্ত বিরতিহীণভাবে এ সমন্বয় সেল দায়িত্ব পালন করবে।

এ সময় নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন অভিযোগ বা যে কোন ধরনের বিষয় তাৎক্ষণিকভাবে সমন্বয় সেলকে জানানো যাবে।

সমন্বয় সেলের টেলিফোন নম্বর হলো ৭১৭১৫৮০ এবং ৭১৬২৭৫৩।

সমন্বয় সেল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত আইন শৃঙ্খলা সমন্বয় সেল, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রির্টানিং অফিসার ও চট্টগ্রামের উপনির্বাচন কমিশনারের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৩৫ ঘণ্টা, ১৬ জুন ২০১০
ইউবি/এইচজেএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।