ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে ট্রাকভর্তি জাহাজের রশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

চট্টগ্রাম: নগরীর বন্দর থানাধীন বাংলাবাজার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাহাজের মূল্যবান রশি আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। রোববার সকালে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি টহল দল।

এ সময় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে চোরাকারবারী দল ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

ট্রাকসহ আটকৃকত রশির দাম ৩৫ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের সদস্যরা।    

কোস্ট গাডের্র (পূর্ব জোন) স্টাফ অফিসার লে. কামান্ডার মেহেদী হাসান বাংলানিউজকে জানান, অভিযান পরিচালনাকালে চট্টমেট্রো -৩৩৭৪ নম্বরের ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল সেটিকে ধাওয়া করে। এ সময় ট্রাক রেখে পালিয়ে যায় চালক। পরে ট্রাকটি তল্লাশি করে বিভিন্ন পরিমাপের প্রায় ১৯০০ মিটার বার্থিং হাউজার (রশি) আটক করা হয়। এর মধ্যে মূল্যবান স্টিল ওয়্যার রোপ, নাইলনের রোপসহ বিভিন্ন ধরনের রশি রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে চট্টগ্রাম বন্দরে আসা বাণিজ্যিক জাহাজ থেকে এসব রশি চুরির পর তা বিক্রির জন্য বাংলাবাজার ঘাটে নিয়ে যাওয়া হয়। কোস্টগার্ড অভিযান চালালে চুরি বন্ধ হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।