ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধ্যরাতে রাজধানীতে ব্রাজিলভক্তদের আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১০

ঢাকা : রাজধানীতে গভীর রাতেই ব্রাজিলভক্ত ফুটবলপ্রেমীরা আনন্দ মিছিল করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ব্রাজিল বনাম উত্তর কোরিয়ার খেলায় ব্রাজিলের জয়ের পরই উত্তরা ও বিমানবন্দর এলাকায় এ মিছিল বের হয়।



খেলায় ব্রাজিল ২-১ গোলে জয়লাভ করে।

খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার ব্রাজিলভক্তরা বাসা ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ব্রাজিলের পে বিভিন্ন স্লোগান ও আনন্দধ্বনি দিতে থাকেন।

উত্তরা ১ নম্বর সেক্টর, রাজলী ও আমীর কমপ্লেক্স ও তিন নম্বর সেক্টরের কাব এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ থাকায় সেসব স্থানে কয়েক শ’ দর্শকের উপস্থিতি ছিল। খেলার শেষ বাঁশি বাজতেই সেখানকার ব্রাজিলভক্ত দর্শকরা রাস্তায় আনন্দ মিছিল বের করেন।

এছাড়া বিমানবন্দর রেলষ্টেশন এলাকার বড় পর্দায় খেলা দেখা দর্শকরাও নানারকম বিজয় ধ্বনি দিয়ে ওই মিছিলে শরীক হন।

এদিকে রাত ২টার দিকে মিছিলের শব্দে বিভিন্ন বাসা-বাড়ির মানুষজন রীতিমত হতচকিত হয়ে ওঠেন। তবে আনন্দ মিছিলকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ স্থানীয় সময় : ০২৫০ ঘ. ১৬ জুন ১০
এসআরআর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।