ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলামোটরে বাস চাপায় নার্স নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ১, ২০১১

ঢাকা: শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকায় শুক্রবার দুপুরে দ্রুতগামী বাসের চাপায় একজন নার্স নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও বাসের চালক ও তার সহকারী পলাতক আছে বলে জানিয়েছে থানা সূত্র।



থানা সূত্র আরো জানিয়েছে, নিহত শবনম মুস্তারি (২৭) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের একজন নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার পিতার নাম একেএম শামীম হোসেন। তার বাড়ী নড়াইল জেলার লোহাগড়া থানার কুন্দসী গ্রামে।

শাহবাগ থানার এএসআই মো. শাহজাহান ঘটনার বিবরণ দিয়ে বাংলানিউজকে জানান, নিহত শবনম বাংলামোটর নার্সিং হোস্টেলে থাকতেন।

শবনম শুক্রবার দুপুর সোয়া একটার দিকে মোহাম্মদপুর যাওয়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শাহবাগের দিক থেকে আসা বিহঙ্গ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।