ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চবিতে ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগ চালু

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে  ফলিত ও পরিবেশ রসায়ন বিষয় চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ে দু’টি নতুন বিষয়ের চাহিদাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে প্রেরণ করা হলে তারা একটি বিভাগ খোলার অনুমতি দেন। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকেই বিভাগের কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।

এরআগে বিশ্ববিদ্যালয়ের ২৩তম বার্ষিক সভায় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তাঁর ভাষণে বিভাগ খোলার বিষয়টি বলেন।

প্রসঙ্গত: বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ৩৫টি বিভাগ ও ৪টি ইনস্টিটিউট-এ  ১৯ হাজার ৫৬৮ শিক্ষার্থী রয়েছেন।  

 বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।