ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ভোট কেনার অভিযোগে বিএনপির ২ কর্মী আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১, ২০১১

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাকা দিয়ে সাধারণ ভোটারদের ভোট কেনার অপরাধে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।



টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, মগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এমএ হামিদের আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে টাকা দিয়ে ভোট কিনছিলো হারুন (৪০) ও নজরুল (৩৮)।

এ সময় তারা ভোটারদের নানা রকম প্রলোভন দেখায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এ দু’জনকে আটক করে সদর মডেল থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে নিয়ে আসে।

আটকৃকতদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad