ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১, ২০১১

মুন্সীগঞ্জ: বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ ঘণ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া-লৌহজং-বালিগাঁও সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

উপজেলার হলদিয়া ও কনকসার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা সড়ক অবরোধকালে যানবাহন চলাচল বন্ধ থাকে।



যাত্রী সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া-লৌহজং-বালিগাঁও সড়কে বর্তমানে ৪৫ টাকার স্থলে ৬০ টাকা বাস ভাড়া আদায় করছে পরিবহন মালিক-শ্রমিকরা। ওই সড়কে নির্ধারিত ভাড়ার থেকে ১৫ টাকা বেশি আদায়ের প্রতিবাদে শুক্রবার সকাল ১০টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ও কনকসার এলাকায় শত শত নারী-পুরুষ পৃথক অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

লৌহজং থানার ওসি সুব্রত কুমার বাংলানিউজকে  জানান, দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুুঝিয়ে শান্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

তবে বাস ভাড়া কমানো না হলে আগামীতে কঠোর আন্দোলনে নামবেন বলে এ অঞ্চলের যাত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।