ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে নির্বাচনত্তোর সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১, ২০১১

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ সমর্থিত গোপলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও পরাজিত প্রার্থী আব্দুস সালামের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ লিপ্ত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ৫টি বাড়ি ভাংচুর করা হয়।

সংঘর্ষে আহত সুফিয়া বেগম, ইউনুছ আলী, হাফিজুর রহমান, ওয়াসিম ও আবুল কাসেমকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া থানার ওসি (তদন্ত) ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।