ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়োগ পরীক্ষা স্থগিত, রেলভবন ঘেরাও

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১, ২০১১

ঢাকা: পশ্চিমাঞ্চল রেলের অফিস সহকারী পদে পরীক্ষা স্থগিত করায় শুক্রবার বিক্ষুদ্ব্ধ পরীক্ষার্থীরা রেলভবন ঘেরাও করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।



শুক্রবার পশ্চিম রেলের অফিস সহকারী পদের জন্য লিখিত পরীক্ষা ছিল। প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পরীক্ষার্থী কেন্দ্রে আসে। কিন্তু তাদের পরীক্ষা গ্রহণের জন্য কেউ সেখানে উপস্থিত হননি। পরে পরীক্ষার্থীরা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরই প্রতিবাদে পরীক্ষার্থীরা রেলভবন ঘেরাও করে।

এব্যাপারে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

৪৬০ জন অফিস সহকারী পদের বিপরীতে ৪ হাজার আবেদনকারীর পরীক্ষার নির্ধারিত দিন ছিল শুক্রবার। বারবার পরীক্ষার তারিখ দিলেও এ যাবত পশ্চিম রেলের লোক নিয়োগে তৃতীয় দফায় তারিখ পেছানো হলো।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad