ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে বাস-ট্রাক সংর্ঘষে আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ১, ২০১১

মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৩০ যাত্রী আহত হয়েছে।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

তাদের আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, সকালে মহাসড়কের সমাদ্দার ব্রিজ এলাকায় বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৮৯৫) ট্রাককে সাইড দিতে গেলে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়।

এ সময় অতিক্রমকারী ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে।

এদের মধ্যে মামুন হাওলাদার (২৫), রুবেল মিয়া (২৬), শহিদুল ইসলামকে (২৪) আশংকাজনকবস্থায় বরিশাল পাঠানো হয়েছে।

অন্যদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে    চিকিৎসা দেয়া হচ্ছে।

মাদারীপুর সদর থানার ওসি কাইয়ুম সরদার বাংলনিউজকে বলেন, ‘যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সামনে থাকা ট্রাকের সাথে সংর্ঘষ হয়। ’  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০১ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।