ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনীতে মাইক্রো থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০১১

মেহেরপুর: র‌্যাব-৬ গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে ২ টি এলজি, ১টি ওয়ান শ্যুটারগান ও ১ টি বিদেশি পিস্তল।



গাংনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামুন্দী বাজারে অভিযান চালিয়ে একটি মাইক্রো বাসের নিচে ব্যাগে ভর্তি অবস্থায় রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এএসপি জাহিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা অবৈধপথে ভারত থেকে অস্ত্রগুলো আমদানি করেছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে তারা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ০১ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।