ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুলাই ১, ২০১১
বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: বৃষ্টিভেজা সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর নজরকাড়া উদযাপন।

শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব চত্বরে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট-মহাখালী-গুলশান-বারিধারা হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে বাংলানিউজের নিজস্ব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।



বাংলানিউজকে শুভেচ্ছা জানাতে প্রেসক্লাবে সমবেত হন বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

ঢাকার রাজপথে খোলা আকাশের নিচে, বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটা ও হিমেল বাতাসে শোভাযাত্রাটি এগিয়ে চলে।

ঢোলের তালে,বাঁশির সুরে আধভেজা নাচানাচি আর আনন্দ উল্লাসে শোভাযাত্রাটি যখন চলছিল তখন রাস্তার দুধারে মানুষ দেখছিলো।

বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও বেলুনের রঙে সবার মনও রাঙিয়ে দিচ্ছিলো বাংলানিউজ।

ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল, কার, মাইক্রো বাসে পথচারীদের শুভেচ্ছা জানায় বাংলানিউজ টিম।  

শোভাযাত্রা উদ্বোধন করেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন। পরে শোভাযাত্রার অগ্রভাগে নেতৃত্ব দেন কনসালট্যান্ট এডিটর মোসলেমউদ্দিন আহমেদ, জুয়েল মাজহার, প্রধান প্রতিবেদক ও স্পেশাল করেসপন্ডেন্ট আহমেদ রাজু, আউটপুট এডিটর মাহমুদ মেনন খান ও কান্ট্রি এডিটর আহসান কবীর।

পেরোলাম ৩৬৫ দিন... চলবো পথ অন্তহীন স্লোগানে বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় বছরের পথচলা শুরুর দিনে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন বাংলানিউজের সংবাদকর্মী ও অন্যরা।

পথে পথে বাংলানিউজের পাঠক ও সাধারণ জনগণের শুভেচ্ছায় সিক্ত হয় বাংলানিউজ পরিবার।

চমৎকার আয়োজন আর বর্ণিল সাজে অপেক্ষায় ছিলো পুরো অফিস।

প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনভর রয়েছে আরও নানা আয়োজন।

বাংলাদেশ সময় ১১৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।