ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর ফাঁকির মামলায় আব্দুল জলিলের অব্যাহতি

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে এনবিআরের দায়ের করা আয়কর ফাঁকি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা থেকে অব্যাহতি চেয়ে আব্দুল জলিলের আবেদনের উপর আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকা ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এফএম আমিনুল ইসলাম অব্যাহতির এ আদেশ প্রদান করেন।



শুনানির সময় আব্দুল জলিল আদালতে উপস্থিত ছিলেন।

আব্দুল জলিলের আইনজীবী ঢাকা বার-এর সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাদল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে বলেন, মামলা দায়েরের পূর্বেই এনবিআর-এর দাবীকৃত কর প্রদান করায় ফৌজদারী কার্যবিধির ২৬৫সি ধারা মতে আব্দুল জলিলকে অব্যাহতি প্রদান করেছেন আদালত।

এনবিআর-এর উ-কর কমিশনার মো. বজলুর রহমান খান বাদি হয়ে ২০০৯ সালের ১৫ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন।

৫৪ লাখ ৬০ হাজার ২৪৩ টাকার সম্পদের হিসাব গোপন করে তার উপর প্রযোজ্য ৪ লাখ ৭ হাজার ৪৮৫ টাকা কর ফাঁকির অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

আদালত ওই দিনই আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৮ অক্টোবর আব্দুল জলিল হাইকোর্ট থেকে জামিন নেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩০ ঘন্টা, ১৫ জুন ২০১০
এমআই/এএইচএস/জেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।