ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর মিরপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

ঢাকা : রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে পুলিশ শনিবার ভোরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে।

মৃতের নাম লাবণ্য জাহান ওরফে নার্গিস আক্তার (১৮)।

তার স্বামীর নাম রিফাত হোসেন সুমন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে পূর্ব মনিপুরের ১০৪২ নম্বর বাসায় একটি লাশের খবর পেয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অশোক সোহান ঘটনাস্থলে যান। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের মামা মোবারক হোসেন রুবেল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, প্রায় ১৪ মাস আগে রিফাত ও লাবণ্যের বিয়ে হয়। বৃহস্পতিবার লাবণ্য এবং রিফাতের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় লাবণ্যকে শ্বাসরোধ করে রিফাতই হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি। লাবণ্যের গলায় কালো লালচে দাগের অস্তিত্ব পাওয়া গেছে।

মোবারক হোসেন জানান, লাবণ্যরা ওই চারতলা বাসার তিনতলায় ভাড়া থাকে। কিন্তু লাশ পাওয়া গেছে বাসার গ্যারেজে একটি চৌকির ওপর।

কিছুদিন আগে জুঁই আক্তার নামে আরেকটি মেয়েকে রিফাত বিয়ে করে বলে জানান তিনি।

লাবণ্যের পিতা বাদী হয়ে রিফাতসহ তিনজনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।