ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাবনায় ৩ পুলিশ হত্যা: আসামি আইয়ূব গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

পাবনা: পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত ঢালারচরে তিন পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি আইয়ূব আলীকে (৩৫) সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশ। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।



গ্রেপ্তারকৃত আইয়ূব আলী বেড়া উপজেলার দাসপাড়া গ্রামের মৃত জোনাব মোল্লার ছেলে।

বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গ্রেপ্তারকৃত আইয়ূব আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সক্রিয় ক্যাডার। তিন পুলিশ হত্যার মিশনে অংশ নেওয়া ১১ জনের কিলিং স্কোয়াডের অন্যতম সদস্য তিনি। সাভার থানা পুলিশের সহযোগিতায় বেড়া থানা পুলিশ শুক্রবার রাতে সাভারের আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেড়া থানা পুলিশ এ পর্যন্ত চারজনকে এবং রাজবাড়ী থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে পাবনার বেড়া উপজেলার ঢালাচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কফিল উদ্দিন (৫০), নায়েক ওয়াহেদ আলী (৩৫) ও কনস্টেবল শফিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করে চরমপন্থিরা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।