ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

অর্থ প্রতারণা মামলা

ব্লিটজ সম্পাদকের ৪ বছরের কারাদণ্ড, স্ত্রী খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ব্লিটজ সম্পাদকের ৪ বছরের কারাদণ্ড, স্ত্রী খালাস

ঢাকা: অর্থ প্রতারণা মামলায় সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও তার স্ত্রী শাহনাজ চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলমের আদালত।



৪ বছর কারাদণ্ডের অতিরিক্ত আসামি শোয়েব চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী শাহনাজ চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কারাগারে আটক শোয়েব চৌধুরীকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। শাহনাজ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ২০১২ সালের অক্টোবরে শোয়েব চৌধুরী ও তার স্ত্রী শাহনাজ চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, বাদী সাজ্জাদ হোসেন ও আসামিরা পরস্পরের বন্ধু ছিলেন। শোয়েব চৌধুরীর স্ত্রী শাহনাজ চৌধুরীর সঙ্গে বাদী ‘শাইন ট্রেড’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। চুক্তি অনুযায়ী বাদী ও শাহনাজ চৌধুরীর ৭০ লাখ টাকা করে বিনিয়োগ করার কথা। সে মোতাবেক বাদী তাদের যৌথ অ্যাকাউন্টে ৭০ লাখ টাকা জমা করেন। কিন্তু শাহনাজ চৌধুরী কোনো টাকা জমা দেননি।

বাদী অভিযোগ করেন, শোয়েব চৌধুরী টাকা জমা হওয়ার কথা জানতে পেরে তার স্ত্রীর যোগসাজশে ২০১২ সালে ১২ মে ৯ লাখ ও ১৩ মে ৬০ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে উত্তোলন করে তার অ্যাকাউন্টে জমা করেন।

বাদী টাকা উত্তোলনের খবর পেয়ে তার টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে ঘোরাতে থাকেন। ফলে বাদী এ মামলা দায়ের করেন।

ব্লিটজ সম্পাদক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী একটি রাষ্ট্রদ্রোহ মামলায় সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। গত বছরের ৯ জানুয়ারি তাকে এ দণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালত।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫/আপডেট : ১৫৫৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।