ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ইউপি নির্বাচন: বিএনপি-১১ আ’লীগ-১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার ৩০টি ইউনিয়নে মঙ্গলবার বিএনপি ১১, আওয়ামী লীগ ১০, জামায়াত-৮ ও জাতীয় পাটি সমর্থিত প্রার্থী ১ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে বিএনপি সমর্থিত ৭ জন, জামায়াত সমর্থিত ৫ জন ও আওয়ামী লীগের ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।



নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ধুলিহর ইউনিয়নে জামায়াত সমর্থিত আশরাফুজ্জামান খোকন, ব্রহ্মরাজপুরে আওয়ামীলীগ সমর্থিত কবীর হোসেন, ফিংড়ি জামায়াত সমর্থিত হাবিবুর রহমান, বাশদাহ বিএনপি সমর্থিত নাসিমুল হক খোকা, কুশখালী বিএনপি সমর্থিত রায়হান বিশ্বাস, বৈকারী ইউনিয়নে জামায়াতের শহীদ হাসান, ঘোনা আওয়ামী লীগ সমর্থিত মোশাররফ হোসেন, ভোমরায় বিএনপি সমর্থিত আসাদুল ইসলাম, আলিপুর জামায়াত সমর্থিত মোস্তাফিজুর রহমান ছোট, ঝাউডাঙ্গা বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম, বল্লী বিএনপি সমর্থিত হাবিবুর রহমান, লাবসা বিএনপি সমর্থিত আব্দুল আলীম, শিবপুর বিএনপি সমর্থিত আব্দুল মজিদ ও আগরদাড়ী জামায়াত সমর্থিত আনারুল ইসলাম।

আশাশুনি উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৬ জন, বিএনপি সমর্থিত ৪ জন এবং জাতীয় পার্টি ১ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন শোভনালী জাতীয় পার্টি সমর্থিত শহীদুল ইসলাম, আশাশুনি সদর আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টু, বুধহাটা বিএনপি সমর্থিত আব্দুল হান্নান, কুল্যা বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম, দরগাহপুর বিএনপি সমর্থিত জমিরউদ্দীন, কাদাকাটি আওয়ামী লীগ সমর্থিত মফিজুল ইসলাম, বড়দল বিএনপি আজিজুল সানা,  শ্রীউলা আওয়ামীলীগ সমর্থিত আবু হেনা সাকিল, খাজরা আওয়ামী লীগ সমর্থিত শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া আওয়ামীলীগ সমর্থিত আলমগীর হোসেন মিলন ও প্রতাপনগর আওয়ামী লীগ সমর্থিত জাকির হোসেন।

এছাড়া দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ৩ টি জামায়াত ও ২ জন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন কুলিয়ায় আওয়ামী লীগ সমর্থিত আসাদুল হক, পারুলিয়া জামায়াত সমর্থিত নুর মোহাম্মদ, সখিপুর জামায়াত সমর্থিত মইনুদ্দীন ময়না, নওয়াপাড়া জামায়াত সমর্থিত আব্দুল খালেক তরফদার ও দেবহাটা সদরে আওয়ামীলীগ সমর্থিত নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ