ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় যান্ত্রিক ক্রটির কারণে মঙ্গলবার রাত ৮টার  দিকে ইউরিয়া প্ল্যান্টের কম্প্রেসার লিকেজ দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন দেড় কোটি টাকা মূল্যের ১৪’শ মেঃটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।


 
কারখানা সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টায় ইউরিয়া প্লান্টের কম্প্রেসার লিকেজ হয়। এতে করে চলতি অর্থ বছরে গত ৯ মাসে বিভিন্ন যান্ত্রিক ক্রটির কারণে এই কারখানায় এ নিয়ে ১৯ বার উৎপাদন বন্ধ হলো।

চলতি অর্থ বছরে বিসিআইসি কর্তৃপক্ষ  ৪লাখ ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে। ঘনঘন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণে চলতি অর্থ বছরে  কারখানার লক্ষ্যমত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে ।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস বাংলানিউজকে জানান, কারখানার উৎপাদন বন্ধের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ চলিয়ে যাচ্ছেন। উৎপাদনে আসতে আরো ২ দিন সময় লাগবে বলে জানান তিনি।

বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে উল্লেখ করে সুভাষ চন্দ্র বলেন, ‘ডিলারদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রয়েছে । সার সংকটের কোন সম্ভবনা নেই। ’

বাংলাদেশ সময় ২২৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।