ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াই ঘণ্টার মধ্যে অপহৃত ভাই-বোনকে উদ্ধার করল র‌্যাব, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামে অপহরণের আড়াই ঘণ্টার মধ্যে অপহৃত দুই ভাই-বোনকে উদ্ধার করেছে র‌্যাব। আটক করেছে দুই অপহরণকারীকেও।



উদ্ধার পাওয়া শিশু দুটি হচ্ছে সুরাইয়া আক্তার (০৮) ও যুবায়ের গাজী (০৬)। এরা বন্দর থানার কামাল কলোনির জাকির হোসেন ও রেশমা বেগমের সন্তান। তারা দু’জনই দিঘীর পাড়ের সোনালী আইডিয়াল কেজি স্কুলের শিক্ষার্থী।

র‌্যাব-৭ বাংলানিউজকে জানায়, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে বাদামতলা মোড় থেকে দুই ভাই-বোনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের মুখ বেঁধে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সকাল সাড়ে সাতটার দিকে তাদের মা রেশমা স্কুলে গিয়ে জানতে পারেন তার সন্তানরা স্কুলে যায়নি।

বিষয়টি তিনি র‌্যাবকে জানালে সকাল নয়টায় হালিশহর থানার বড়পোল বিশ্বরোড নামক স্থান থেকে তাদের উদ্ধার করে র‌্যাব-৭ এর একটি দল। সেইসঙ্গে সখিনা বেগম (৫৫) নামে এক অপহরণকারীকেও আটক করে তারা।

পরে সখিনার দেওয়া তথ্য অনুযায়ী তার অপর সহযোগী  ঝর্ণা বেগমকে (৪৫)  ১নং মাইলের মাথায় তার বাসা থেকে আটক করা হয়।

র‌্যাব চট্টগ্রামের প্রধান লে. কর্নেল আবু হেনা মোস্তফা বাংলানিউজকে জানান, অপহরণকারীরা শিশু পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। এরা আগে একইভাবে শিশু অপহরণের কথা স্বীকার করেছে ।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ