ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ

যশোরে ৬৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে আদালত মুলতবি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

যশোর: যশোরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৬৪ আসামির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে।
 
সকাল ১০টায় যশোর শহরের ঝুমঝুমপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-এর বিচারকাজ শুরু হয়।



বিচারকাজে সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল এহিয়া আজম খান। তাকে সহযোগিতা করেন লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন, লে. কমান্ডার তৌহিদুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শশাঙ্ক শেখর সরকার।

আদালতের শুরুতে প্রসিকিউটর লে. কর্নেল মো: হাসিব আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পরে আদালত প্রত্যেক আসামিকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান ও অভিযোগ গঠন করেন।

বিকেল ৫টা পর্যন্ত চারজনের সাক্ষ্য নিয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।

আদালত মুলতবি হওয়ার পর প্রসিকিউটর লে. কর্নেল মো: হাসিব আলম সাংবাদিকদের জানান, আদালতে মোট ২৭ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবার চারজন সাক্ষী সাক্ষ্য দেন।

তিনি আরও জানান, শুনানি চলাকালে ৬৪ আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের সবাই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।