ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় টনের্ডো: শতাধিক বাড়ি বিধ্বস্ত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

ভোলা: ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নে মঙ্গলবার সন্ধ্যায় টনের্ডো হয়েছে।

প্রায় ৫ মিনিট স্থায়ী মাঝারি ধরনের এ টনের্ডোতে দুটি গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এসময় প্রায় ১৫ মিনিটব্যাপী শিলা বৃষ্টি হয়েছে। উপড়ে গেছে অন্তত ৩০ গাছ। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
 
মনপুরা মহিলা কলেজের প্রভাষক মাহাবুবুল আলম শাহিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হঠাৎ করেই টনের্ডো মনপুরার সাকুচিয়ায় ইউনিয়নে আঘাত হানে। এতে ওই ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া ও রহমানপুর ইউনিয়নে শতাধিক কাচা ঘর বিধ্বস্ত হয়।

মনপুরা থানার ওসি আ. রশিদ ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. হালিম জানান, বিকাল থেকেই দুর্যোগপূর্ন আবহাওয়া ছিল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad