ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোল ৬৯টি পিতলের মূর্তি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
বেনাপোল ৬৯টি পিতলের মূর্তি উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট বিজিবি সদস্যরা মঙ্গলবার দুপুরে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ পিতলের তৈরি মূর্তি উদ্ধার করেছে।
 
২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্ট ক্যাম্প ইনচার্জ লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ভিত্তিতে ভারত থেকে পাসপোর্ট যোগে (পাসপোর্ট নং ইউ-০৯৮১৭৮৬) দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র নামের এক বাংলাদেশির ব্যাগ তল্লাশি করা হয়।

এরপর ৬৯টি ছোট বড় পিতলের তৈরি মূর্তি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তির মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।           

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।