ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কদমতলীর ট্রিপল মার্ডার: বেঁটে ফারুক ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

ঢাকা: রাজধানীর কদমতলীতে তিন খুনের মামলায় বেঁটে ফারুককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।


 
মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানা পুলিশের উপপরিদর্শক এনামুল হক আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বেঁটে ফারুককে একজন অস্ত্রধারী, সন্ত্রাসী ও খুনী চক্রের সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন ঘটনাস্থলের আশে পাশে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাজধানীর কদমতলী থানার পশ্চিম মোহাম্মদবাগের জনৈক শাহজাহানের বাড়ির পাশে পানি ভর্তি ডোবা থেকে ভিকটিম হাসান নাবিল, জনি ও বাবুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ৮ মার্চ নাবিলের বাবা মফিজ মিয়া বাদী হয়ে ঢাকার কদমতলী থানায় আসামি অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।  

বেঁটে ফারুক ছাড়াও আরও ৪ আসামিকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad