ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথমদিনে ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথমদিনে ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সাখাওয়াত

ঢাকা: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে গড়ে ভোটারের উপস্থিতি ছিল শতকরা ৬৫ ভাগ।



মঙ্গলবার  শেরেবাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম দিনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী (পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড) তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করায় ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। তবে কয়েকটি এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি জানান, সকাল ৯টা ২০ মিনিটে ভোলার সদর উপজেলার ভেদুরিয়া কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে তিনজন মেম্বার প্রার্থীসহ ৬ জনকে জামিন অযোগ্য ৩ বছরের কারাদ- দেওয়া হয়েছে।

এছাড়া পটুয়াখালী জেলার দক্ষিণ কনকদিয়া ইউনিয়নের পালপাড়া কেন্দ্রে একজন মেম্বার প্রার্থী সংখ্যালঘুদের হুমকি দিলে তাকে একমাসের কারাদ- দেওয়া হয়।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার জেলাগুলোর জেলা প্রশাসকরা নির্বাচনগুলো মনিটরিং করেন।

এদিকে উপকূলীয় জেলাগুলোতে আগামী ৫ দিন অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি নির্বাচনী বিধিমালা মেনে চলার আহ্বান জানান সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, মঙ্গলবার ১১ জেলার ২৪উপজেলার ১৯০ উপকূলীয় ইউনিয়ন পরিষদের(ইউপি)  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। প্রথম পর্যায়ে ৩ এপ্রিল পর্যন্ত ৫৬৮টি উপকূলীয় ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ