ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালশীর ঘটনাস্থল পরিদর্শনে মানবাধিকার কমিশন টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
কালশীর ঘটনাস্থল পরিদর্শনে মানবাধিকার কমিশন টিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের একটি টিম কালশীর ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। টিমে রয়েছেন কমিশনের সচিব এমএ সালাম, পরিচালক (তদন্ত) হোসনে আরা আক্তার, পরিচালক (প্রশাসন) হুমায়ূন কবির, সহকারী পরিচালক গাজী সালাহউদ্দিন ও ফাতাহ ফারজানা।



বিকেল সাড়ে তিনটায় তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পৌনে চারটায় ফিরে আসেন।

কমিশনের সচিব এমএ সালাম বলেন, চেয়ারম্যান মহোদয়ের (ড. মিজানুর রহমান) নির্দেশে এখানে এসেছি। একটা অধিকতর তদন্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের জন্য কি কি করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

শনিবার ভোরে পল্লবীর বিহারী ক্যাম্পে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে হামলা ও আগুনে দশজন মারা যান। এদের মধ্যে একই পরিবারের নয়জন রয়েছে।

**সাড়ে ৬ ঘণ্টায়ও অবরোধ তোলেননি বিহারিরা

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।