ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরিতে পুনর্বহালের দাবি বহিষ্কৃত বিডিআর সদস্যদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

ঢাকা: বিডিআর বিদ্রোহে পরোক্ষভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বহিষ্কৃত সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।



বিডিআর বিদ্রোহের পর ২০০৯ সালের মে মাস থেকে এপর্যন্ত ৭৬তম ব্যাচের মোট ৫০৯ জন প্রশিক্ষণরত সদস্যকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে তারা বিডিআর বিদ্রোহে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিডিআর মহাপরিচালকের কাছে চাকরি ফিরিয়ে দিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বহিষ্কৃতরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।