ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, আহত ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

দিনাজপুর: জেলার পার্বতীপুরে শনিবার দুপুরে আন্তনগর ট্রেন তিতুমীর এর ৩ বগি লাইনচ্যুত হয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



প্রত্যদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পার্বতীপুর রেল স্টেশনের ২শ‘ গজ দেিণ রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্্রপেসের ৩ যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়। এতে আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়া করে ট্রেন থেকে নামতে শুরু করেন। এ সময় ধাক্কাধাক্কিতে ১০ জন আহত হন। এ দুর্ঘটনার পর পার্বতীপুর-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বৃষ্টিতে লাইন পিচ্ছিল হয়ে পড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।