ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

চট্টগ্রাম: মহানগরীর টাইগারপাস মোড়ে শনিবার সকালে একটি যাত্রীবাহী রাইডার বাস উল্টে এক যুবক নিহত ও আটজন গুরতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মোহাম্মদ রাজু (২৮)। তিনি উত্তর পতেঙ্গার আহমেদ পাড়ায় ভাড়া থাকতেন।

আহতরা হলেন রাজীব (৩০), লিটন (৩২), অনু দাশ (৩৫), সালাউদ্দিন (৩০), সুলতান, (২৫), সালাম (১৮), সালাউদ্দিন (২৮) ও আব্দুর রশিদ। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়।

ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালি থানার এসআই গোলাম আফছার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ১০ নম্বর রুটের বাসটি বহদ্দারহাট থেকে পতেঙ্গা যাচ্ছিল। টাইগারপাস মোড়ে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি আইল্যান্ডের ওপর উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।