ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে মার্কেটে আগুন, পুরেগেছে ৩ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

গাজীপুর: গাজীপুর সদর বাংলাবাজার এলাকায় শুক্রবার মধ্যরাতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা আবু জাফর আহম্মেদ জানান, শুক্রবার রাত ১২টার দিকে বাংলাবাজারের ধনু মোল্লা মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আগুনে মার্কেটের সোমা এন্টারপ্রাইজ, জুই ইলেক্ট্রনিকস ও মিতু হার্ডওয়ার অ্যান্ড ভ্যারাইটিজ নামের তিনটি দোকান পুড়ে গেছে।

জাফর আহম্মেদ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল তিগ্রস্থ হতে পারে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।