ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অন্তঃস্বত্ত্বা সন্দেহে বাসর রাতে স্ত্রী হত্যা: কিশোরগঞ্জে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে সুমন মিয়া (২৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাবাসসুস ইসলাম সোমবার এ রায় দেন।



ঘটনার বিবরণে জানা যায়, জেলার হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের ফারুক মিয়ার ছেলে সুমন মিয়া ২০০৭ সালের ২০ এপ্রিল একই উপজেলার চর লক্ষিয়া গ্রামের মানিক মিয়ার কন্যা রুনা আক্তারকে (১৮) বিয়ে করেন। এরপর ২২ এপ্রিল রাতে তাদের বাসর রাত ছিল।

কিন্তু বাসর রাতে রুনাকে হঠাৎ বমি করতে দেখে সুমনের সন্দেহ হয় তার নব পরিনীতা স্ত্রী গর্ভবতী। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সুমন।

ঘটনার পর এলাকাবাসী ঘাতক সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় রুনার বাবা মানিক মিয়া বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাজাপ্রাপ্ত আসামি সুমন বর্তমানে জেলহাজতে রয়েছে।

রাষ্ট্রপক্ষে পিপি শাহ আজিজুল হক ও আসামি পক্ষে অ্যাডভোকেট অনামিকা রেজা রোজী মামলা পরিচালনা করেন।



বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।