ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে থানা জামায়াতের আমীর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের এক কর্মীর দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জামায়াতে ইসলামী বাংলাদেশের থানা আমির মাওলানা জাকির হোসেনকে (৪০) সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বাংলানিউজকে জানান, সরকার বিরোধী উস্কানিমুলক বক্তব্যের প্রতিবাদ করায় ২০১০ সালের ১৮ জুলাই জামায়াতের আমীর জাকির হোসেন আওয়ামী লীগ কর্মী মনির হোসেনকে মারধর, তার দোকানে হামলা ও ভাংচুর করেন। এ অভিযোগে মনির জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারের পর জাকিরকে আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

জাকির সিদ্ধিরগঞ্জ নতুন পাইনাদি এলাকার এনায়েত হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।