ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানের পরিচালক আমিনুলের চাকরিচ্যুতি বৈধ, জুনায়েদের অবসর অবৈধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ঢাকা: বাংলাদেশ বিমানের পরিচালক (প্রশাসন) আমিনুল হকের চাকরিচ্যুতি বৈধ ও কাস্টমার সার্ভিসের পরিচালক সৈয়দ খাজা জুনায়েদের বাধ্যতামূলক অবসর অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফারাহ্ মাহবুব ও বিচারপতি ফরিদ আহমেদ এ রায় দেন।



জানা যায়, বাংলাদেশ বিমানের পরিচালক (প্রশাসন) আমিনুল হককে চাকুরিচ্যুত ও কাস্টমার সার্ভিসের পরিচালক সৈয়দ খাজা জুনায়েদকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর। এর বৈধতা চ্যালেঞ্জ করে তারা দু’জন একই বছরের ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন।

হাইকোর্ট বিমানের এ সিদ্ধান্তকে স্থগিত করে রুল জারি করেন। বাংলাদেশ বিমান স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন জানালে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান আপিল বিভাগে আবেদন জানালে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া আদেশ স্থিতাবস্থা জারি করে দ্রুত বিষয়টি নিস্পত্তি করার জন্য বিচারপতি ফারাহ্ মাহবুব ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে পাঠিয়ে দেন।

রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

অপরদিকে বাংলাদেশ বিমানের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।