ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফজলু হত্যা মামলায় আরেক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ঢাকা: রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু হত্যা মামলায় আরও এক ঘাতক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ নিয়ে ৬ ঘাতক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল।



সোমবার ঢাকার মহানগর হাকিম শামিমা পারভীনের কাছে আসামি ইমরান হোসেন কালু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
 
এদিকে মামলার অপর আসামি আবুল হোসেন লিটনকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে নতুন করে রিমান্ডের আবেদন না থাকায় মহানগর হাকিম এমএ সালাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২৯ জানুয়ারি আসামি জসিম ওরফে ভাইসতা জসিম, সেলিম আহাম্মদ, শামীম, মুঞ্জুর এলাহি ও ২৫ জানুয়ারি দুলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
 
উল্লেখ্য গত ১৪ জানুয়ারি স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের হামলায় নিহত হন ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। এ ঘটনায় ১৫ জানুয়ারি নিহত ফজলুল  হকের স্ত্রী নীলা হক বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।