ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসএসসি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
এসএসসি পরীক্ষা শুরু

ঢাকা: ২০১১ সালের এসএসসি ও সমমানের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে।

এবার ১৩ লাখ ১৫ হাজার ২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে।

পরীক্ষা হবে ২ হাজার ১৮১ টি কেন্দ্রে।   পরীক্ষায় অংশ নেবে ২৬ হাজার ২৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া দেশের বাইরে ৭টি কেন্দ্রে ২৬১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
 
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্য পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

তিনি বলেন, আগে পরীক্ষা হতো মার্চ এপ্রিলে। আর এখন বছর শুরুতেই হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষার হলগুলোতে আগের চেয়ে সমস্যা কমে এসেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন আর আগের মতো হলগুলোতে অনাকাক্সিত ব্যক্তির আনাগোনো নেই।

পরীক্ষার পরিবেশ পরীক্ষার্থীবান্ধব করতে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় ঝরে পড়া শিক্ষার্থীদের সম্পর্কেও কথা বলেন নরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে। এর সংখ্যাও কমে এসেছে অনেকখানি। আমরা চেষ্টা করছি শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খুঁজে বের করতে।

এ সময় তিনি জানান, ঝরে পড়া শিক্ষার্থীরা অনিয়মিতভাবে ২০১৩ সাল পর্যন্ত পরীক্ষা দিতে পারবে।

তিনি বলেন, গত বছর ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল ৩৬ শতাংশ। এবার এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৯ শতাংশে। ’

এবার ৯ লাখ ৯১ হাজার ৮৬০ জন এসএসসি, ২ লাখ ৩৯ হাজার ৭১১ জন দাখিল এবং ৮৩ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর মধ্যে ৬ লাখ ৭৮ হাজার ২৯৩ জন ছাত্র এবং ৬ লাখ ৩৬ হাজার ৭০৯ জন ছাত্রী।

২০১০ সালের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৮ হাজার ৯৮৩ জন। বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ১০৫টি এবং কেন্দ্র বেড়েছে ১৩৭ টি।

এবার ৪ লাখ ২৫ হাজার ৪৬৯ জন পরীক্ষার্থী অংশ নিতে পারছে না। তবে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২ লাখ ৮২ হাজার ১৫৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

আর জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশ নিচ্ছে এক হাজার ৯১৫ জন।

এছাড়া এবার দেশের বাইরে থেকে ২৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এ কেন্দ্রগুলো রয়েছে জেদ্দা, রিয়াদ, আবুধাবি, ত্রিপলি, দোহা, দুবাই ও বাহরাইনে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানরা।

বাংলাদেশ সময়: ১০২৪, ফেব্রুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।