ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘সুষ্ঠ নীতিমালা না থাকায় টিভি মিডিয়াগুলো বন্ধ হয়ে যাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
‘সুষ্ঠ নীতিমালা না থাকায় টিভি মিডিয়াগুলো বন্ধ হয়ে যাচ্ছে’

ঢাকা: টেলিভিশন সম্প্রচার নীতিমালা বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘সুষ্ঠু নীতিমালা না থাকায় দেশের অনেক টিভি চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। টেলিভিশনের অনুষ্ঠান প্রচার নিয়ে সরকারি পর্যায়ে যেসব ছোটখাটো নিয়ম আছে সেগুলোও অপর্যাপ্ত।

তাই শিগগিরই সরকারকে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে মিডিয়াকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিতে  হবে।

সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিকে ভবনের যাত্রী কার্যালয়ে ‘বাংলাদেশের সম্প্রচার নীতিমালা’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) বাংলাদেশ এ সভার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন সম্প্রচার সাংবাদিকতার কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া গবেষক ফারহানা আফরোজ। মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ইলেক্ট্রনিক মিডিয়ার লাইসেন্স দেওয়া যেন বন্ধ না হয় সেজন্য সুনিদির্ষ্ট বিষয় উল্লেখ থাকবে। লাইসেন্স পাওয়ার পর রাজনৈতিক কারণে তা যাতে প্রভাবিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ’

গণমাধ্যম ব্যক্তিত্ব আনোয়ার পারভেজ বলেন, ‘টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আলাদা নীতিমালা তৈরি করতে হবে। ’

সাংবাদিক রহমান মোস্তাফিজ বলেন, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চাকরিচ্যুতি যাতে খেয়ালখুশিমতো বা অন্যায়ভাবে না হয় সেদিকে একটি অনুচ্ছেদ রাখা যেতে পারে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা বলেন, ‘ইলেক্ট্রনিক মিডিয়ার নীতিমালা প্রণয়নের আগে সরকারি-বেসরকারি পর্যায়ে এ নিয়ে আলোচনা হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।