ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুপ্রিমকোর্টের সম্পত্তি সুরক্ষায় হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ঢাকা: সুপ্রিম কোর্টের সম্পত্তি জরিপের মাধ্যমে সুর্নিদিষ্টকরণ ও সুরক্ষার জন্য কেন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে ১০ দিনের রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রুল দেন।



রুলে আইন, যোগাযোগ, পূর্ত ও ভূমিসচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ ৮ জনকে বিবাদি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়ার করা রিটের ভিত্তিতে আদালত এ রুল জারি করেন।

বাংলাদেশ সময় ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।