ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটি।



মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক দীপক কুমার নাগ সোমবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩২ হাজার ২৯৯ জনের মধ্যে ৫ হাজার ৬৭০ জন উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এদের মধ্য থেকে ১ হাজার ৯৬৮ জন শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।  

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলা শহরে ৮২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই শিফট চালু করার ফলে ১ হাজার ৯৬৮টি পদ সৃষ্টি হয়। এ পদেই নিয়োগ দেওয়া হচ্ছে।  

সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩১৭টি।

এই শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটে। এ নিয়ে তুলকালামও হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।