ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বরিশাল: পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে বরিশাল মহানগরীর কাউনিয়া বাগানবাড়ি এলাকার একটি বাসায় ডাকাতি করেছে ডাকাতরা।

বরিশাল নগরীতে ২০০৮ সালে র‌্যাবের সঙ্গে ক্রস ফায়ারে নিহত ছাত্রদল নেতা মশিউর আলম সেন্টুর বাসায় বোরবার দিনগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে।



ডাকাতকবলিত পরিবার সূত্র দাবি, ডাকাতরা বাসা থেকে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

পুলিশও তাদের দাবির সত্যতা স্বীকার করে বলেছে, ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

নিহত ছাত্রনেতার মা মমতাজ বেগম বাংলানিউজকে জানান, মহানগর পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তাদের ডেকে ঘুম থেকে জাগিয়ে তোলে।

বাসায় ডিয়ার নামের এক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে দাবি করে পুলিশ পরিচয়ে তিনজন এবং পাঞ্জাবি পরা দু’জনসহ মোট পাঁচজন বাসায় তল্লাশি করতে ঘরে ঢোকার জন্য বাসার গেট খুলে দিতে বলে।

মমতাজ বেগম জানান, তাদের সঙ্গে পুলিশের ব্যবহৃত ওয়ারলেস সেট থাকায় গেট খুলে দেওয়া হয়।

তিনি জানান, এ সময় বাসায় কোনো পুরুষ সদস্য ছিলেন না। শুধু তিনি ও তার বোনের মেয়ে ছিলেন।

মমতাজ বেগম জানান, পুলিশবেশী ৫ ডাকাত ঘরে ঢুকে প্রথমে দুজনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত চলে যায়।

সকালে তার বোনের ছেলে রায়হান আহম্মেদ রাজু বাসায় এসে তাদের বাঁধনমুক্ত করেন। পরে র‌্যাব ও পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ডাকাতকবলিত পরিবারটি যেহেতু ডাকাতদের পুলিশ পরিচয়ের কথা বলেছে। তাই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad