ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বিএসএফের নির্যাতনে মৃত্যুমুখে বাংলাদেশি যুবক

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বেনাপোল: বেনাপোলের পুটখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে বুলবুল আহমেদ (২২) নামে বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে সোমবার সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আহত বুলবুল শার্শার পোতাপাড়া গ্রামের জুলফিকার আলীর ছেলে।

আহত বুলবুলের পিতা জানান, তার পুত্র তিন দিন আগে বন্ধুদের সঙ্গে অবৈধভাবে ভারতে বেড়াতে যায়। রোববার বিকেলে তারা একইভাবে বাড়ি ফিরছিল। এ সময় পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা দৌড়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও বুলবুল তাদের হাতে ধরা পড়ে। এরপর বিএসএফ সদস্যরা তাকে বেদম মারপিট করে। জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে সীমান্তে ফেলে রাখে।

সোমবার ভোর রাতে এক দল চোরাচালানী অচেতন অবস্থায় বুলবুলকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুটখালি ক্যাম্পের ইনচার্জ এমদাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ