ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রা‏হ্মণবাড়িয়ায় পুলিশের মাইক্রোবাসে ডাকাতের হামলা, ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে রোববার রাত সাড়ে ১০টার দিকে টহলরত পুলিশের মাইক্রোবাসে হামলা চালিয়েছে ডাকাতরা। এ ঘটনায় পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।



সরাইল-নাসিরনগর সড়কের হাওর এলাকা কুইট্টা নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যদর্শী পুলিশের গাড়িচালক রমজান বাংলানিউজকে জানান, রোববার রাত পৌনে ৮টায় সরাইল থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে সড়কের হাওর এলাকা ধরন্তী সেতুর দিকে যাচ্ছিল। ওই সময় মুখোশধারী একদল ডাকাত একটি সিএনজিচালিত টেম্পুর গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। পুলিশবহনকারী মাইক্রোটি ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতরা সেটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে হামলা চালায় ।

এ সময় পুলিশ আত্মরার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতদল হাওর এলাকা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি সঞ্জয় সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এ সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর কোনো পদপে নিচ্ছে না বলে ভুক্তভোগী যাত্রীদের প থেকে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।