ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে রাজধানীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শরিফুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে রাজধানীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ঢাকা: ঘড়িতে সময় রাত ১২টা ০১ মিনিট। মিনিট-ঘণ্টা পার হচ্ছে, বেড়ে যাচ্ছে কাজের গতি।

হাতে গোনা কয়েকদিন পরই ক্রিকেট বিশ্বকাপ। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। অগোছালো অবকাঠামো মানসম্মত পর্যায়ে আনতে ও কিছুটা সৌন্দর্য বাড়াতে রাজধানীতে চলছে চব্বিশ ঘণ্টা কাজের তোড়জোড়। রাতভর নগরীর একাধিক রাস্তা বন্ধ করে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ।

জানা গেছে, কাজ শেষ করার সময়সীমা চলতি মাসের ৩০ তারিখ।

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত পথে ২৬টি রুটের সংযোগ আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৩টি কোম্পানি বিভিন্ন পর্যায়ে বিভক্ত হয়ে এই রুটগুলোতে কাজ করছে। রাজধানীর সোনারগাঁও হোটেলের কাছে কাজ চলছে ন্যাশানাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের।

পেভমেন্ট ইঞ্জিনিয়ার এমকে নূরি পলাশের কাছে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জানুযারির ৩০ তারিখ পর্যন্ত আমাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আমরা এই সময়ের মধেই কাজ শেষ করতে পারবো বলে আশা করি। তবে আরও আগে থেকে কাজ শুরু হলে কাজ ভালো হতো। ’

একই রকম কথা বললেন মিরপুরের শেওড়াপাড়ায় কাজ করা রেজা কন্সট্রাকশনের ইঞ্জিনিয়ার শাহ আলম। তিনি বলেন, ‘আমরা কী কাজ করি তার হিসাব প্রতিদিন সেনাবাহিনীকে দিতে হয়। এরপর রয়েছে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার সময়সীমা। ’

তিনি আরও বলেন, ‘আরও আগে থেকে কাজ শুরু করলে কাজের মান যেমন ভালো হতো, তেমনি সময় নিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব জায়গার উন্নয়ন করা যেত। ’

শেওড়াপাড়ায় কাজের তত্ত্বাবধানে থাকা এক সেনা (ক্যাপ্টেন) সদস্য বলেন, ‘সরকার আমাদের কাজের ভার দিয়েছেন। বিশ্বকাপ আয়োজন আমাদেরও সম্মানের বিষয়। আমাদের সুনাম ধরে রাখার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালাবো। ’

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।