ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাহান মনির নাবিকরা ভাল আছেন: পররাষ্ট্র সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ঢাকা: সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনির নাবিকরা সুস্থ ও ভাল আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

তিনি বলেছেন, ‘নাবিকদের ছহিসালামতে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাই সব প্রচেষ্টা চালাচ্ছেন।



বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় জিম্মি অবস্থায় নাবিক ও তাদের স্বজনদের নানা ধরনের মানসিক অসুবিধা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পরারাষ্ট্র সচিব বলেন, ‘এ বিষয়টি বাদ দিলে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী নাবিকরা এখনো ভাল আছেন। ’

নাবিকদের খাদ্য সংকটের সম্ভাবনাকে যুক্তি দিয়ে নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘জাহাজগুলো যখন গভীর সমুদ্রে থাকে তখন খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। তবে জাহাজটি এখন উপকূলে নোঙ্গর করা অবস্থায় রয়েছে। যেখান থেকে সহজেই স্থলভাগের সঙ্গে যোগাযোগ করা যায়। তাই খাবার সরবরাহের যথেষ্ট সুযোগ রয়েছে। তাছাড়া অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, জলদস্যুরা নাবিকদের সঙ্গে কখনো খারাপ আচরণ করেনা বা সহিংসতা ছড়ায় না। ’

মিজারুল কায়েস বলেন, ‘এ ধরনের ছিনতাইয়ের ক্ষেত্রে উদ্ধার প্রক্রিয়া একটু লম্বা হয়। নাবিকদের মুক্তির বিষয়ে স্বজনদের পাশাপাশি আমাদেরও উদ্বেগ রয়েছে। তবু বাস্তবতা মেনে আমাদের অপেক্ষা করতে হবে। ’

বাংলাদেশ সময়:  ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।