ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫ খুনের আসামি ভূষণকে যাবজ্জীবন দিলেন আপিল বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ঢাকা: স্ত্রী ও চার সন্তানকে হত্যার আসামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ বুধবার এ রায় দেন।



নিন্ম আদালত ও হাইকোর্টের দেওয়া মৃত্যুদ- রহিত করে এ রায় দেন আপিল বিভাগ।

১৯৯৬ সালের ২ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের ভূষণ দাস তার স্ত্রী ও চার সন্তানকে হত্যা করেছিলেন। নিহতরা হলেন ভ’ষণের স্ত্রী বানী বালা দাস, ১০ বছরের সম্পা রানী দাস, আট বছরের উত্তম কুমার দাস, ছয় বছরের মাধব কুমার দাস ও ২৬ দিন বয়সী স্বপ্না রানী দাস।

এরপর ঘটনায় ভূষণ দাসের বোন গীতা রানী দাসের দায়ের করা মামলায় নিম্ন আদালত ও হাইকোর্ট তাকে মৃত্যুদ- দেন।

আপিল বিভাগের বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা।   আপিল বিভাগে ভূষণ দাসের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এবিএম বায়েজীদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

বাংলাদেশ সময় ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।