ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে: পররাষ্ট্র সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ঢাকা: সরকার বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।



পররাষ্ট্র সচিব বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। তাদের ফিরিয়ে আনার বিষয়ে আমাদের প্রত্যয় রয়েছে। ’

খুনিরা কে কোন্ দেশে পালিয়ে আছে সে সংক্রান্ত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে এর চেয়ে বেশি বলতে রাজি হননি।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে রিসালদার মুসলেহ উদ্দিন ও ক্যাপ্টেন মাজেদ ভারতে এবং নূর চৌধুরী কানাডায় আত্মগোপন করে আছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

সরকার এ তিন খুনিকে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আনুষ্ঠানিক অনুরোধও করেছে।

সর্বশেষ খুনিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত ইতিবাচক মনোভাব পোষণ করে।

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।