ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছয় ব্রোকারেজ হাউজের অস্বাভাবিক লেনদেন তদন্তে ৬ তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ঢাকা: লেনদেন স্থগিত করা ছয়টি ব্রোকারেজ হাউজের অস্বাভাবিক লেনদেন তদন্তে ছয়টি পৃথক কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যন্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)। দুই সদস্যের প্রতিটি কমিটিতে এসইসির একজন উপ-পরিচালক ও একজন সহকারি পরিচালককে রাখা হয়েছে।

কমিটিগুলো আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। বুধবার কমিশনের এক বৈঠকে এসব কমিটি গঠন করা হয়। এসইসি’র সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আইআইডিএফসি’র অস্বাভাবিক লেনদেন তদন্ত করবেন উপ-পরিচালক আবুল হাসান ও সহকারি পরিচালক সাইফুল ইসলাম। এনসিসি ব্যাংকের জন্য গঠিত কমিটিতে রয়েছেন উপ-পরিচালক শেখ মাহবুবুর রহমান ও সহকারি পরিচালক হোসেন খান। ঢাকা ব্যাংকের অনিয়ম তদন্তের দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক মনসুর রহমান ও সহকারি পরিচালক ইউসুফ ভূঁইয়া। উপ-পরিচালক আবু রায়হান মো. মুস্তাকিম বিল্লাহ ও সহকারি পরিচালক ওয়াহিদুল ইসলাম তদন্ত করবেন অ্যালায়েন্স সিকিউরিটিজের অস্বাবাবিক লেনদেন। আর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের জন্য গঠিত কমিটিতে রয়েছেন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারি পরিচালক ইকবাল হোসেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাত্র পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৬০০ পয়েন্ট নেমে যাওয়ার কারণ হিসেবে এ ছয়টি ব্রোকারেজ হাউজের অস্বাভাবিক লেনদেনকে চিহ্নিত করে এসইসি ওইদিনই এগুলোর লেনদেন এক মাসের জন্য স্থগিত করে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ